Beta Version
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ তারিখের অনুষ্ঠানসূচি


সময় কর্মসূচির বিবরণ
সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়, সকল শাখা ও নিয়ন্ত্রণকারী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন;
সকাল ৭:০০ টা প্রধান কার্যালয়ের মসজিদে কোরআন খতম শুরু;
সকাল ৯:০০ টা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোট পিন পরিধানপূর্বক প্রধান কার্যালয় চত্বরে একত্রিত হওয়া;
সকাল ১০:০০ টা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা;
সকাল ১২:০০ টা মাননীয় মেয়র মহোদয় কর্তৃক প্রধান কার্যালয় চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্বোধন ঘোষণা;
সকাল ১২:১৫ টা মাননীয় মেয়র মহোদয় কর্তৃক প্রধান কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন ও পুষ্পার্ঘ্য অর্পণ;
সকাল ১২:২০ টা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী;
সকাল ১২:৩০ টা দোয়া মাহফিল;

এছাড়াও সারাদিনব্যাপী নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে:

    ১। প্রধান কার্যালয় ভবনে আলোকসজ্জাকরণ;
    ২। প্রধান কার্যালয় ও নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সকল শাখা ব্যানার/ফেস্টুন দিয়ে সাজানো;
    ৩। সারাদিন মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ও নির্বাচিত দেশাত্মবোধক গান প্রচার;
    ৪। প্রধান কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে ও ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর উপর নির্মিত ভিডিও ক্লিপ ও ফুটেজ প্রচার;

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের স্থান ও সময়কাল


ক্রঃ নং কর্মসূচি স্থান সময়কাল
১। জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৭ মার্চ ২০২০ তারিখ সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয় ১৭ মার্চ ২০২০
২। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার সমৃদ্ধ করার নিমিত্ত বঙ্গবন্ধুর জীবন চরিত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক উল্লেখযোগ্য সংখ্যক পুস্তক সংগ্রহকরণ। প্রধান কার্যালয় বছরব্যাপী
৩। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাকাব প্রধান কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করা। প্রধান কার্যালয় ১৭ মার্চ ২০২০
৪। ব্যাংকের সফল ও উত্তম গ্রাহকদের বঙ্গবন্ধু পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অবয়ব সম্বলিত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা। প্রধান কার্যালয় বছরব্যাপী
৫। বঙ্গবন্ধুর ছবি ও জন্মশতবার্ষিকীর লেখা সম্বলিত চাবির রিং সম্মানিত সাধারণ গ্রাহকদের প্রদান করা। সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
৬। ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীর সারা বছর অফিস পোষাকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোট পিন পরিধান করা। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
৭। মুক্তিযোদ্ধা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, নাক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে পূর্ববর্তী বছরের তুলনায় ঋণ প্রবাহ ৫% বৃদ্ধি করা। সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
৮। সকল শাখায় অনলাইন কার্যক্রম ও এসএমএস ব্যাংকিং চালুর মাধ্যমে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে Digital ব্যাংকিং সেবা চালুর মাধ্যম বৃহত্তর জনগোষ্ঠীকে এ ব্যাংকের সকল ধরণের সেবার অন্তর্ভুক্ত করা। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
৯। নতুন প্রজন্মের সন্তানদের বিশেষ করে এ ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের ছেলেমেয়েদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চিত্রাঙ্কন, গান, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা। প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়, রংপুর মুজিববর্ষ চলাকালীন সময়ে
১০। সকল শাখা ও প্রধান কার্যালয়ে জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ সম্বলিত বিভিন্ন পোস্টার দিয়ে সজ্জিত করা। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
১১। সকল শাখা পর্যায়ের গ্রাহক, কৃষক ও জনতার অবগতি ও উপলব্ধির জন্য এতদবিষয়ক হ্যান্ডবিল/লিফলেট বিতরণ করা। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
১২। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ তারিখে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা। প্রধান কার্যালয় ১৭ মার্চ ২০২০
১৩। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধান কার্যালয় রাজশাহীতে Digital Display স্থাপন ও সারা বছর ধরে এতদবিষয়ে গৃহীত কর্মসূচির প্রদর্শন। প্রধান কার্যালয় বছরব্যাপী
১৪। ২০২০ সালে ব্যাংকের ক্যালেন্ডারে বঙ্গবন্ধুর জীবন চরিতের উপর বিভিন্ন উক্তি ও স্লোগান উদ্ধৃতকরণ। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয় বছরব্যাপী
১৫। বঙ্গবন্ধুর নামে নতুন আমানত/ঋণ কর্মসূচি প্রবর্তন করা। সকল শাখা/কার্যালয় বছরব্যাপী