রাকাবে ৩ জন নতুন মহাব্যবস্থাপকের যোগদান
তিনজন উপ-মহাব্যবস্থাপক সর্ব জনাব তৌহিদা খাতুন; মোঃ মাজদার রহমান এবং জিএম রুহুল আমিন গত ০২ ফেব্রুয়ারী ২০২০ তারিখের এক সরকারী প্রজ্ঞাপন বলে পদন্নোতিপ্রাপ্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। মহাব্যবস্থাপক হিসেবে যোগদানের পূর্বে তৌহিদা খাতুন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তৌহিদা খাতুন ১৯৮৪ সালে বিকেবিতে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় হতে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। মোঃ মাজদার রহমান ১৯৮৩ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ইতিপূর্বে কর্মসংস্থান ব্যাংক, প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। জিএম রুহুল আমিন ১৯৮৩ সালে জগন্নাথ বিশ^বিদ্যালয় হতে ভূগোল-এ স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ইতিপূর্বে ১৯৮৬ সালে গ্রামীণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে ১৩ বৎসর মাঠ ও প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করে মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।