ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাবের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
১২ আগস্ট ২০২০ তারিখ সকাল ১০.০০ টায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সম্পর্কে সচেতনতা ও এর প্রতিরোধ সম্পর্কে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বিষয়ে অনুষ্ঠিত ভারচুয়াল সভার উদ্ধোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মোঃ রইছউল আলম মন্ডল। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান, আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম, রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব সুব্রত কুমার সরকার এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ । ব্যাংকের ৮৩ (তিরাশি) জন বিভিন্ন স্তরের কর্মকর্তা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল উক্ত ওয়ার্কশপে Business impact of BEFTN in RAKUB বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বিষয়ে অংশগ্রহণকারীদের সতর্কতা অবলম্বনসহ যথাযথ জ্ঞান অর্জনের পরামর্শ দেন এবং গ্রাহক সেবার মান উন্নয়নে সকলকে আরোও বেশী সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করেন।