রাকাব-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন
১৭ মার্চ ২০২১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ১০দিন ব্যাপি গৃহীত কর্মসূচির অংশ হিসাবে ব্যাংকের পক্ষ থেকে রাকাব প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পণ ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস; সকল বিভাগের বিভাগীয় প্রধান; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; জোনাল নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; প্রকল্প পরিচালক, এসইসিপি, রাজশাহী; ব্যবস্থাপক, এলপিও, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন এবং অফিসার্স ফোরামের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও প্রথম দিনে প্রধান কার্যালয়ের মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধু অঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান, আয়াতুল্লাহ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত এতিম ও অন্যান্য ছাত্রদের মাঝে খাবার ও মিষ্টান্ন বিতরণ, সন্ধ্যায় প্রধান কার্যালয় চত্বরে আতশবাজিসহ নানাবিধ কর্মসূচি পালন করা হয়।