RAKUB
 Tenders & Notices | Career | Forms & Circulars | Basel II Disclosure | Contact Us |

 

News and Events
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর মহাব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  
৩০ অক্টোবর ২০১৯ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয় ভবন চত্বরে ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোঃ নূরুল ইসলাম-এর অবসরজনিত কারণে ব্যাংকের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) তৌহিদা খাতুন; মহাব্যবস্থাপক (পরিচালন) মোঃ মফিজুল হক ও রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলাম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি-এর প্রজেক্ট ডাইরেক্টর, এলপিও-এর ব্যবস্থাপক এবং উল্লেখিত কার্যালয়সমূহের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর মুখ্য কর্মর্কর্তা শাহ্ নেওয়াজ ছাররে মাহমুদ ও বৈদেশিক বিনিময় বিভাগের কর্মকর্তা ইফ্ফাত জাহান ইভা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী মহাব্যবস্থাপককে একজন সৎ, দক্ষ, যোগ্য ও গতিশীল ব্যাংকার হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর কর্তব্যনিষ্ঠা এবং যোগ্য নেতৃত্বের কারণে রাকাব সার্বিক ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির পাশাপাশি আরও বক্তব্য রাখেন রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); অফিসার্স ফোরাম এবং অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী মহাব্যবস্থাপককে ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
Home | Contact Us | Sitemap | Web Mail
Copyright ©2012,Rajshahi Krishi Unnayan Bank