মোবাইল এ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে প্রতিযোগিতামূলক ব্যাংকিং সেক্টরে একটি আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবস্থান সুদৃঢ় করা এবং সাধারণ জনগণের দোরগোড়ায় প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ মহোদয় কর্তৃক রাকাব মোবাইল এ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়। রাকাব মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক যে কোন স্থান হতে দৈনন্দিন ব্যাংকিং লেনদেনের পাশাপাশি হিসাব খোলা, ফান্ড টান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ, EFTN, RTGS ইত্যাদি সেবা গ্রহণ, শাখার লোকেশন জানা, ঋণ ও মাসিক সঞ্চয়ী স্কীম জমা, মিনি ও বিস্তারিত স্টেটমেন্ট সংগ্রহ, ঋণ ও আমানত সংক্রান্ত তথ্য, ব্যালান্স ইত্যাদি জানতে পারছেন। বর্তমানে রাকাব মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং এ নিবন্ধিত গ্রাহকরা তাদের নিজস্ব হিসাব ও বিকাশ, নগদ, Tap ও upay এর মধ্যে ফান্ড ট্রান্সফার; NESCO, WASA Rajshahi ও বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল প্রদান করতে পারছেন। এছাড়া গ্রামীণ ফোন, বাংলা লিংক, টেলিটক, রবি ও এয়ারটেল এর মোবাইল Top-up সেবা গ্রহণ করতে পারছেন।