রাকাব-এ বঙ্গবন্ধুর ম্যুরাল উম্মোচনের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধন
১৭ মার্চ ২০২০ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয় চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল উম্মোচনের মাধ্যমে ব্যাংকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন রাকাবের চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব (পিআরএল) মোঃ রইছউল আলম মন্ডল এবং ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম দিনে কেক কাটা; আলোচনা সভা; আলোকচিত্র প্রদর্শণী ও আতোশবাজিসহ বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় অতিথিবৃন্দসহ বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন; রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলাম সরকার; কেন্দ্রিয় হিসাব বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াহাব; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর সভাপতি এসএম আব্দুল হান্নান; সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বি; অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত শহীদুল ইসলাম ও অফিসার্স ফোরামের কার্যকরী সভাপতি মোঃ আশরাফুল ইসলাম। এছাড়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; স্থানীয় মুখ্য কার্যালয়ের ব্যবস্থাপক; রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক এবং এসইসিপি’র প্রজেক্ট ডাইরেক্টরসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার।