রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্র্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
০৫ মার্চ ২০২০ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী-তে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন কর্মকর্তাদের ২৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। রাকাব, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী কর্তৃক আয়োজিত ৩০ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কোর্সে মোট ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব (পিআরএল) মোঃ রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রইছউল আলম মন্ডল প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোত্তম সেবা প্রদান নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করার জন্য প্রশিক্ষনার্থীদের পরামর্শ দেন এবং ব্যাংকের প্রচলিত বিধি বিধান যথাযথভাবে পরিপালনপূর্বক সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার প্রদান এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।