রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ রাকাব-লেন্স নামক মনিটরিং ড্যাস বোর্ড এ্যাপ এর উদ্বোধন
২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:৩০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়, রাজশাহীতে “রাকাব-লেন্স” নামক মনিটরিং ড্যাশ বোর্ড এ্যাপ-এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন ও রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস। অনুষ্ঠানে রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী এবং রাজশাহী ও রংপুর বিভাগের ১৮টি জোনের সকল জোনাল ব্যবস্থাপক ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। এছাড়াও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানগণ এবং আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের কোন ব্যাংকে এই ধরনের একটি এ্যাপ প্রথম চালু করা হলো যার মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপনা ব্যাংকের মাঠ পর্যায়ের সব ধরণের পারফরমেন্স তাৎক্ষনিকভাবে মনিটরিং করতে সক্ষম হবেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ আশা প্রকাশ করেন এ ধরণের একটি যুগান্তকারী এ্যাপ উদ্ভাবনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাংক বিষয়ে দ্রুততার সাথে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে এবং ব্যাংকের সকল পর্যায়ে জবাবদিহিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে। দ্রæততম সময়ে “রাকাব-লেন্স” এ্যাপটি ডেভেলপ করায় ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে আইসিটি বিভাগের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং এ্যাপটিকে আরও বেশী কার্যকর করার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের পরামর্শ ও সহযোগীতা কামনা করা হয়। তাঁরা আশা প্রকাশ করেন এভাবে একটি নিবিড় ও দক্ষ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে ব্যাংকের সার্বিক কর্মকান্ডে ব্যাপক কর্মচাঞ্চল্য আসবে এবং রাকাব-কে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।