বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহ ও পরিশোধের জন্য রাকাব এবং এনসিসি ব্যাংক লিঃ এর মধ্যে চুক্ষি সম্পাদিত
৩১ মার্চ ২০২২ তারিখে বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহ ও পরিশোধের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং এনসিসি ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল এর উপস্থিতিতে এনসিসি ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাকাব-এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং এনসিসি ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবীর, রাকাব এর আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম এবং রাকাব ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমানসহ উভয় ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের ৪০টি MTO এর মাধ্যমে রাকাব Sub-Representative হিসেবে বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহ ও পরিশোধ কর্মকান্ড পরিচালনা করবে।