রাকাব-এ সিবিএস সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ব্যাংকিং সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান লিডস্ কর্পোরেশন-এর আয়োজনে ০৪ ফেব্রুয়ারী ২০২০ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী-তে “অনলাইন রিয়্যাল টাইম কোর ব্যাংকিং সল্যুশন (সিবিএস) ব্যাংকঅলটিমাস এ্যাট রাকাব” শীর্ষক প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করা হয়। ০৩ (তিন) দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন জোনের শাখা পর্যায়ের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তৌহিদা খাতুন, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এবং ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় দায়িত্বে) শওকত শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে রাকাব আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও লিডস্ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।