রাকাব-এ সরকারি ক্রয় আইন-২০০৬ ও সরকারি ক্রয় নীতিমালা-২০০৮ সম্পর্কে দক্ষতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
০৯ জুন ২০২২ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি ক্রয় আইন-২০০৬ ও সরকারি ক্রয় নীতিমালা-২০০৮ সম্পর্কে দক্ষতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল। প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন। এই প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা হতে উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের মোট ৩০ (ত্রিশ) জন কর্মকর্তা রয়েছেন।