APA-তে রাকাব-এর ২য় স্থান অর্জন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে এর আওতাধীন দপ্তর/সংস্থার ২০২১-২২ অর্থবছরে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর চুড়ান্ত মূল্যায়নে রাষ্ট্রায়ত্ত্ব বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ২য় স্থান অর্জন করেছে। এ অভুতপূর্ব সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান সংশ্লিষ্ট সকল মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের এপিএ টিম, জোনাল ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। মোঃ রইছউল আলম মন্ডল এর নেতৃত্বে ব্যাংকের দক্ষ পরিচালনা পর্ষদের বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, ব্যাংক ব্যবস্থাপনার সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং সর্বোপরি মাঠ পর্যায়সহ সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী মনে করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর গতিশীল ও যুগোপযোগী কর্মপরিকল্পনা ও সুযোগ্য নেতৃত্বে আগামীতে রাকাব একটি আধুনিক ও মডেল ব্যাংক হিসেবে দ্রুত এগিয়ে যাবে। এই সাফল্য অর্জনের প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাতিত্বে ৩০ আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় সভায় ব্যাংকের মহাব্যবস্থাপকগণ; প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; উপ-মহাব্যবস্থাপক, রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; রাকাব এসইসিপি এর প্রকল্প পরিচালক; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সরাসরি এবং সকল জোনের জোনাল ব্যবস্থাপকগণ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক আশা করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে রাকাব এপিএ-এর মূল্যায়নে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হবে।