বাংলাদেশ ব্যাংকের SEIP প্রকল্প-এর আওতায় Conference on Entrepreneurship Development Program & Open Loan Disbursement Ceremony অনুষ্ঠিত
২৯ অক্টোবর ২০২২ তারিখ শনিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মীরপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাংলাদেশ ব্যাংকের SEIP প্রকল্পের আওতায় Conference on Entrepreneurship Development Program & Open Loan Disbursement Ceremony অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্ণর মোঃ আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু ফারাহ মোঃ নাছের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SEIP প্রকল্পের নির্বাহী পরিচালক মোঃ এখলাছুর রহমান। অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় ১ আগস্ট হতে ৩১ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত রাকাব-এ অনুষ্ঠিত SEIP প্রকল্পের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম এ অংশগ্রহণকারী ৫ জন উদ্যোক্তাকে রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এর উপস্থিতিতে ঋণের চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্ণর মোঃ আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকাব-এর প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম এবং SEIP প্রকল্পের আওতাধীন রাকাব-এ অনুষ্ঠিত উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও রাকাব ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার। উল্লেখ্য SEIP প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্ট কর্তৃক ২৩টি তফসিলি ব্যাংকের ২৯টি প্রশিক্ষণ কেন্দ্রে দেশব্যপী চলমান উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাছাইকৃত বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের সহজ শর্তে এই ঋণ প্রদান করা হচ্ছে।