জেল হত্যা দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
৩ নভেম্বর ২০২২ তারিখ সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী-এর উদ্যোগে ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। পরবর্তীতে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া পাঠ করা হয়। এসময় উর্ধতন নির্বাহীগণের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ রাকাব প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনষ্টিটিউট; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীগণ; জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব বঙ্গবন্ধু পরিষদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এবং রাকাব অফিসার্স ফোরাম এর নেতৃবৃন্দ। একই দিনে বাদ যোহর রাকাব, প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।