রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ শহীদ বু্িদ্ধজীবি দিবস পালিত
১৪ ডিসেম্বর ২০২২ তারিখ বুধবার শহীদ বুদ্ধিজীবি দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে বাদ যোহর (দুপুর ১:৩০ ঘটিকা) রাকাব প্রধান কার্যালয় মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিলে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক উপস্থিত থেকে শহীদ বুদ্ধিজীবিদের স্বাধীনতা যুদ্ধে মহান ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি ব্যাংকিং সেবা কৃষক তথা আপামর জনসাধারনের মধ্যে সঠিকভাবে পৌঁছে দেয়ার মাধ্যমে তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত সকলকে আহŸান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনস্টিটিউট; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।