দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) আয়োজিত ২০২১ সালের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জুমার বাড়ি শাখা, গাইবান্ধার দ্বিতীয় কর্মকর্তা (অফিসার) জনাব দীপক কুমার সাহার কৃতিত্বে অভিনন্দন।
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) আয়োজিত ২০২১ সালের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ডিএআইবিবি (DAIBB) পর্বে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জুমার বাড়ি শাখা, গাইবান্ধার দ্বিতীয় কর্মকর্তা (অফিসার) জনাব দীপক কুমার সাহা দ্বিতীয় স্থান অর্জন করে উত্তীর্ণ হওয়ায় ইস্টার্ণ ব্যাংক স্বর্ণ পদক ও নগদ ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা এবং উক্ত পর্বের লেন্ডিং অপারেশন এন্ড রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য জনতা ব্যাংক লিমিটেড নগদ অর্থ পুরস্কার ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকার জন্য মনোনীত হন। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আইবিবি'র সম্মানিত প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬:০০ টায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল এ আয়োজিত এক অনুষ্ঠানে জনাব দীপক কুমার সাহার হাতে স্বর্ণ পদক ও প্রাইজ মানি তুলে দেন। উক্ত অনুষ্ঠানে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত ছিলেন।
জনাব দীপক কুমার সাহার এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রইছউল আলম মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহিদুল হক অভিনন্দন জ্ঞাপন করেন। জনাব দীপক কুমার সাহার এই অর্জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অন্যান্য সকল কর্মকর্তার জন্য অনুসরণীয় হবে মর্মে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।