রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালককে বিদায় সংবর্ধনা
৩০ এপ্রিল ২০২৩ তারিখ রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয় ভবন চত্বরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; প্রজেক্ট ডাইরেক্টর এসইসিপি; উপ-মহাব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী ও সিবিএ-র নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; সহকারী মহাব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা এবং ব্যাংকের ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে একজন সৎ, দক্ষ, যোগ্য ও গতিশীল ব্যাংকার হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর কর্তব্যনিষ্ঠা এবং যোগ্য নেতৃত্বে রাকাব-এর যে উন্নতি সাধিত হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। তারা বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের অবসরকালীন সাফল্য এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ক্রেস্ট প্রদান করা হয়।