রাকাব’র ব্যবস্থাপনা পরিচালকের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
১৩ মে ২০২৩ তারিখে টুংগীপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এ সময় সমাধিস্থলে ব্যবস্থাপনা পরিচালকের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) মোঃ মোখলেসুর রহমানসহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বসতবাড়ীসহ তাঁর ব্যবহৃত আসবাবপত্র ও বিভিন্ন ব্যবহারসামগ্রীর সংগ্রহশালা পরিদর্শন শেষে মন্তব্য রেজিস্টারে তাঁর সুচিন্তিত মতামত লিপিবদ্ধ করেন।