ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাবে আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
২২ জুলাই ২০২০ তারিখ সকাল ১০.০০টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আইসিটি ও সাইবার সিকিউিরিটি বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়াারম্যান ও সরকারের সাবেক সচিব মোঃ রইছউল আলম মন্ডল। ব্যাংকের বিভিন্ন জোনের ৮০ (আশি)টি শাখার ব্যবস্থাপকগণ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম, রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব সুব্রত কুমার সরকার এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এসময় ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল Importance of ICT & Cyber Security in RAKUB বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি বলেন যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালনার কোন বিকল্প নেই। তাই সকলকে আইসিটি বিষয়ে যথাপোযুক্ত জ্ঞান অর্জন এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে সঠিক ধারনা গ্রহনের জন্য পরামর্শ দেন।