রাকাব, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জোন-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৩ অনুষ্ঠিত
২৪ আগস্ট ২০২৩ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে রাকাব নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জোন-এর শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যস্থাপক মোঃ আবুল কালাম; ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ বেল্লাল হোসেন; আইন বিভাগের উপ-মহাব্যবস্থাপক, মাহমুদুল আলম; নাটোর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহসীন আলী; চাপাইনবাবগঞ্জ জোনের জোনাল ব্যবস্থাপক এএইচএম নাজমুল কামাল; উভয় জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন এন্ড ব্রাঞ্চেস কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যবস্থাপক মুহাঃ হাফিজুল ইসলাম।