রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালকের জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২০ এ অংশগ্রহণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২১ জুলাই ২০২০ তারিখে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২০ পালন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চত্ত¡রে একটি লিচু গাছের চারা রোপন করেন ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান। এসময় উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইদ্রিছ, মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব তৌহিদা খাতুন এবং রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক জনাব মোঃ আজিজুল ইসলাম সরকার। এছাড়াও রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর সভাপতি এস.এম. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।