শোক সংবাদ: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিরাজগঞ্জ জোনের বেলকুচি শাখার মুখ্য কর্মকর্তার মৃত্যু
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিরাজগঞ্জ জোনের বেলকুচি শাখার মুখ্য কর্মকর্তা জনাব মোহাম্মাদ মোস্তফা কামাল আজাদ ২৪ জুলাই ২০২০ তারিখ আনুমানিক সকাল ১০:০০ টায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মহাখালী ক্যান্সার হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। রাকাব পরিবার তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত। মৃত্যকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।