রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত
১৫ আগস্ট ২০২০ তারিখ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাকাব প্রধান কার্যালয়ে সকাল ৬:০০টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তৌহিদা খাতুন, পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক জি এম রুহুল আমিন, ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, এলপিও-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর পূর্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ ব্যাংক ব্যবস্থাপনার উপস্থিতিতে সূর্যদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত)এ অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মহোদয়সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বঙ্গবন্ধু অঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), রাকাব অফিসারর্স এসোসিয়েশন, অফিসার্স ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদ পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে ব্যাংকের প্রধান কার্যালয় মসজিদে কোরআন খতমোত্তর বঙ্গবন্ধু ও শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ব্যাংকের পেশ ইমাম মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে সকাল ১০:৩০ টায় রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল এর সরাসরি অংশগ্রহণে জাতির পিতার জীবনচরিত, আদর্শ, দর্শন ইত্যাদির উপর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যাংকের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কার্যালয় ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ জুম অ্যাপ ও ফেসবুকে সরাসরি স্ট্রিমিং-এর মাধ্যমে অংশগ্রহণ করেন। ভার্চুয়াল সভা শেষে বৃক্ষ রোপনের মাধ্যমে জাতীয় শোক দিবসের দিনব্যাপি কর্মসূচির সমাপ্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান।