দিনাজপুরে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ বিষয়ক রাকাব-এর কনফারেন্স অনুষ্ঠিত
০৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ এনজিও ফোরাম রিজিওনাল ট্রেনিং সেন্টার সুইহারী দিনাজপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দিনাজপুর উত্তর ও দক্ষিণ জোনের সকল শাখার ব্যবস্থাপকগণের অংশগ্রহণে আয়োজিত “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে ঋণ বিতরণ বিষয়ে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান। উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোসাদ্দেক হোসেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লক্ষমাত্রার শতভাগ অর্জনের জন্য উপস্থিত সকল ব্যবস্থপকদের আরও বেশী সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করেন।