রাকাব-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জেষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখ বাদ আসর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর প্রধান কার্যালয়ের মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ,কে,এম সাজেদুর রহমান খান, মহাব্যবস্থাপক পরিচালন জিএম রুহুল আমিন, রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব এস এম আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবু নাইম মোঃ ফজলে রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব শওকত শহীদুল ইসলাম, অফিসার্স ফোরামের কার্যকরী সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, রাকাব প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে আগামীতে তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশ পরিচালনার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য এবং একইসাথে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন রাকাব প্রধান কার্যালয় মসজিদের পেশ ঈমাম জনাব মোঃ সাইদুর রহমান।