জেল হত্যা দিবসে স্বাধিনতা চত্ত্বর ও শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পুষ্পার্ঘ অর্পণ
৩ নভেম্বর ২০২০ তারিখ সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী-এর উদ্যোগে ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান। পরবর্তীতে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া পাঠ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ এবং মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন । কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন রাকাব প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনষ্টিটিউট; এসইসিপি, রাজশাহী এবং এলপিও এর কর্মকর্তা-কর্মচারীগণসহ রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), রাকাব অফিসার্স এসোসিয়েশন এবং রাকাব অফিসার্স ফোরাম এর নেতৃবৃন্দ। একই দিনে বাদ যোহর রাকাব, প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।