প্রণোদনা প্যাকেজের সিএমএসএমই খাতে ঋণ বিতরণে রাকাব এর শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে ঋণ বিতরণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত ৩৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে। পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ৩১ অক্টোবর ২০২০ এর মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হলো। বাংলাদেশ ব্যাংক এই ঋণ বিতরণের সময় সীমা পরবর্তীতে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করেছে। ব্যাংক ব্যবস্থাপনার সঠিক দিক নির্দেশনা এবং মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীর নিরলস কর্ম প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। এ পর্যন্ত সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। গত ৭ নভেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত মাস ভিত্তিক পারফরমেন্স মূল্যায়ন সভায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল এবং ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান এই সাফল্যে মাঠ পর্যায়ে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে তারা অন্যান্য সকল খাতে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। উল্লেখ্য ইতিপূর্বে রাকাব নির্ধারিত সময়ের পূর্বেই কৃষি খাতে চলতি মূলধন ঋণ বিতরণে ৩১৯ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করে। এইখাতে প্রাথমিক লক্ষ্যমাত্রা অর্জনের পরেও ব্যাপক চাহিদা থাকায় এবং ঋণ বিতরণে সচ্ছতা ও নিয়মানুবর্তিতার কারণে বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে আরও ৯৭ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়। ইতিমধ্যে উক্ত অতিরিক্ত বরাদ্দের মধ্যে থেকে প্রায় ১৮ কোটি টাকা বিতরণ করা হয়ে গেছে। আশা করা যায় নির্ধারিত সময় অর্থাৎ ডিসেম্বর ২০২০ এর পূর্বেই এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হবে। শষ্য ও ফসলে ৪% সুদ হারে কৃষি ঋণ খাতে ২৪৪ কোটি টাকা বিতরণসহ প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের অন্যান্য খাতগুলিতেও কাংখিত সাফল্য অর্জন করেছে রাকাব। ব্যাংক ব্যবস্থাপনার সঠিক সিদ্ধান্ত, দিক নির্দেশনা, তত্ত¡াবধান এবং শাখা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে রাজশাহী ও রংপুর বিভাগে ১৬টি জেলার কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িরা আজ কোভিড-১৯ সংক্রমণের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। শুধু ঋণ বিতরণ নয় ঋণ আদায়েও রাকাব উল্লেখ্যযোগ্য সাফলতা পেয়েছে এবং এপর্যন্ত প্রায় ৭৫১ কোটি টাকা ঋণ আদায় করেছে যার মধ্যে শ্রেণীকৃত ঋণ রয়েছে ৮৫ কোটি টাকা। এছাড়াও বর্তমানে অনলাইন ব্যাংকিং (সিবিএস) চালু হওয়ায় ব্যাংকিং সেবার মান বহুগুনে বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের সার্বিক কর্মকান্ডে গতিশীলতা এসেছে। রাকাব বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগে ৩৮৩ টি শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। দক্ষ পরিচালনা পর্ষদ ও ব্যাংক ব্যবস্থাপনার সঠিক কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে।