রাকাবে র্ভাচুয়াল ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
১১ নভেম্বর ২০২০ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী-তে নব নিয়োগপ্রাপ্ত ৮০ জন উর্ধতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ২ দিনব্যাপী র্ভাচুয়াল ওরিয়েন্টেশন কোর্র্সের উদ্বোধন করা হয়। ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়ে ওরিয়েন্টেশন কোর্সটির উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। স্ব স্ব দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত কোর্সে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ এবং মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব সুব্রত কুমার সরকার। ভার্চুয়াল কোর্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রধান অতিথি মোঃ রইছউল আলম মন্ডল নবনিয়োগপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সে স্বাগত জানিয়ে বলেন, ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নবীন ব্যাংক কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে একটা মজবুত ভিত তৈরী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণের সার্বিক বিষয়াদি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করে তা কার্যক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য প্রশিক্ষনার্থীদের পরামর্শ দেন। ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান গ্রাহকদের আস্থা বৃদ্ধির মাধ্যমে আমানতের ভিত দৃঢ়করণসহ গ্রাহক সেবার মান বৃদ্ধিতে সকলকে শতভাগ প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।