রাকাবের মাসিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
০৭ নভেম্বর ২০২০ তারিখ সকাল ১০.৩০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ প্রণোদনা প্যাকেজের আওতায় অক্টোবর-২০২০ ভিত্তিক ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমের অগ্রগতি এবং ব্যাংকের আমাতন সংগ্রহসহ সার্বিক ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রম এবং রাকাবের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে সরাসরি সংয্ক্তু হন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়াারম্যান ও সরকারের সাবেক সচিব (পিআরএল) মোঃ রইছউল আলম মন্ডল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে অংশগ্রহণ করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন এবং বিভাগীয় মহাব্যবস্থাপক রংপুর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোসাদ্দেক হোসেন। রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; সকল জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; ব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা, ঢাকা এবং সকল জেলা ও প্রধান শাখার ব্যবস্থাপকগণ উক্ত ভিডিও কনফারেন্সে সরাসরি অংশগ্রহণ করেন। সভায় ব্যাংক ব্যবস্থাপনা অংশগ্রহণকারীদের কোভিড-১৯এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট নেতিবাচক প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রমের অগ্রগতি এবং ব্যাংকের আমনত সংগ্রহসহ ঋণ বিতরণ ও ঋণ আদায় বিষয়ে অক্টোবর-২০২০ ভিত্তিক অর্জন মূল্যায়ন এবং লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকের অন্যান্য নিয়মিত কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ব্যাংকের মুনাফা অর্জন তরান্বিত করার জন্য অংশগ্রহণকারী সকল জোনাল ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে আরও উদ্যোগী ও কর্মতৎপর হওয়ার আহবান জানান।