রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
২৮ নভেম্বর ২০২০ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইন্সটিটিউট, রাজশাহীতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ, কে, এম সাজেদুর রহমান খান মহোদয়ের বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ায় ব্যাংকের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাকাব প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকাব মহাব্যবস্থাপক (পরিচালন) জি,এম, রুহুল আমিন; মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি-এর প্রজেক্ট ডাইরেক্টর, এলপিও-এর ব্যবস্থাপক। বিভাগীয় মহাব্যবস্থাপক রংপুরসহ সকল জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তাগণ তাদের স্বস্ব কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সংযুক্ত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋণ অগ্রিম বিভাগ-১ এর সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় দায়িত্বে) মোঃ শওকত শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে একজন সৎ, দক্ষ, যোগ্য ও গতিশীল ব্যাংকার হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর কর্তব্যনিষ্ঠা এবং যোগ্য নেতৃত্বের কারণে রাকাব সার্বিক ক্ষেত্রে বিশেষ করে Core Banking Solution (CBS) অনলাইন বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণসহ অন্যান্য ব্যাংকিং কর্মকান্ডে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তাগণ তাঁর উত্তরোত্তর সাফল্য এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের সকলস্তরের কর্মকর্তা/কর্মচারী এবং অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ০২(দুই)টি ক্রেস্ট প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রইছউল আলম মন্ডল।