রাকাবের মাসিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
০৫ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল ১০.৩০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ প্রণোদনা প্যাকেজের আওতায় নভেম্বর-২০২০ ভিত্তিক ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমের অগ্রগতি এবং ব্যাংকের আমাতন সংগ্রহসহ সার্বিক ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রম এবং রাকাবের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে সরাসরি সংয্ক্তু হন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়াারম্যান ও সরকারের সাবেক সচিব মোঃ রইছউল আলম মন্ডল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে অংশগ্রহণ করেন মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন এবং বিভাগীয় মহাব্যবস্থাপক রংপুর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোসাদ্দেক হোসেন। রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; সকল জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; ব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা, ঢাকা এবং সকল জেলা ও প্রধান শাখার ব্যবস্থাপকগণ উক্ত ভিডিও কনফারেন্সে সরাসরি অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংক ব্যবস্থাপনা অংশগ্রহণকারীদের প্রণোদনা পব্যাকেজের আওতায় সকল খাতে ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ ও এককালীন এক্সিটের আওতায় আদায়সহ সার্বিক ঋণ আদায় ও বিতরণের অগ্রগতি বিশদ পর্যালোচনান্তে নভেম্বর-২০২০ ভিত্তিক অর্জন মূল্যায়ন এবং লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকের অন্যান্য নিয়মিত কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ব্যাংকের মুনাফা অর্জন তরান্বিত করার জন্য অংশগ্রহণকারী সকল জোনাল ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে আরও উদ্যোগী ও কর্মতৎপর হওয়ার আহ্বান জানান।