রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ৬১তম সভা অনুষ্ঠিত
১৩ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল ১১:০০টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ৬১তম সভায় সভাপতিত্ব করেন।
এসময় রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ও নির্বাহী কমিটির সদস্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ডরুম থেকে উক্ত ভার্চুয়াল সভায় সরসরি অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের আর্থিক ও প্রশাসনিক বিষয়ে বিশদ আলোচনান্তে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।