National Cyber Drill 2020 প্রতিযোগীতায় রাকাবের অংশগ্রহণ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক যৌথভাবে BGD e-GOV CIRT -এর মাধ্যমে সাইবার নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও আক্রান্ত হলে উত্তরণের প্রস্তুতি হিসাবে জাতীয় পর্যায়ে সাইবার ড্রিল (National Cyber Drill) আয়োজন করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস অর্থাৎ ১২ই ডিসেম্বর, ২০২০ তারিখে সকাল ১০:০০ টায় এ প্রতিযোগীতা শুরু হয় এবং ১৩ই ডিসেম্বর ২০২০ তারিখ বিকেল ৪:০০ টায় সমাপ্ত হয়। উক্ত সাইবার ড্রিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা পেশাজীবী, ভবিষ্যতে সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়তে আগ্রহীগণসহ সর্বমোট ২৩৩ টি টিম দলগতভাবে অংশগ্রহণ করেন। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অনুরূপ রাকাব হতে ৫ জনের একটি টিম প্রথমবারের মত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে এবং প্রথম শতকের মাঝে স্থান করে নেয়।