রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী-তে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৯তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করা হয়। ৩০ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি হিসেবে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উক্ত প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ; মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন ও মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ রইছউল আলম মন্ডল নবনিয়োগপ্রাপ্ত কমকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে স্বাগত জানিয়ে বলেন বুনিয়াদী প্রশিক্ষণ নবীন ব্যাংক কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে একটা মজবুত ভিত তৈরী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণের সার্বিক বিষয়াদি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবনের জন্য তিনি সকলকে পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ সকলকে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থানকালীন ধৈর্য্য ও একাগ্রতার সাথে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি কোভিড-১৯ বিষয়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।