রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন
মোঃ ইসমাইল হোসেন সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদের কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মোঃ ইসমাইল হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। চাকুরীর বিভিন্ন পর্যায়ে তিনি ব্যাংকের সংযুক্ত আরব আমিরাত শাখায় চীফ এক্সিকিউটিভ (মহাব্যবস্থাপক), বিভিন্ন শাখা ও এরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোমেশপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশ ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং সহায়ক বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন।