রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ঐতিহাসিক ৭ই মার্চ পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ৭ মার্চ ২০২১ রবিবার বেলা ১২:৩০ টায় রাকাব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পরবর্তীতে বঙ্গবন্ধু অঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মহাবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস, প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনস্টিটিউট ও স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণসহ রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন ও অফিসার্স ফোরমের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের ও একই সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।