রাকাব ট্রেনিং ইন্সটিটিউটে Training on Real Time Gross Settlement (RTGS) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
০৮ মার্চ ২০২১ তারিখ সোমবার সকাল ১০:০০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি সংযুক্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত Training on Real Time Gross Settlement (RTGS) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম। প্রশিক্ষণের সেশনসমূহ পরিচালনা করেন সিবিএস সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান লীডস্ কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মীর ফায়জুল হক। ব্যাংকের প্রধান কার্যালয়সহ মাঠপর্যায়ের কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা পর্যায়ের মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী মোঃ হামিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রইছউল আলম মন্ডল সারাদিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ের প্রতিটি শাখায় সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আরটিজিএস চালুর মাধ্যমে ব্যাংকের কার্যপরিধি বৃদ্ধির পাশাপাশি দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করা যাবে।