রাকাব-এ মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত
২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়। ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা নিবেদন করেন। এ সময় ব্যাংকের সকল ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সিবিএ-এর নেতৃবৃন্দসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকসহ সকল বক্তাগণ আশা করেন প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিনত করতে সক্ষম হবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘয়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।