রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পক্ষ থেকে সিরাজগঞ্জে চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে শহীদ এ, কে, শাসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সহায়তা সামগ্রী বাবদ ৫টি অক্সিজেন কনসেনট্রেটর অনুষ্ঠানের সভাপতি ও সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর নিকট হস্তান্তর করেন। চিকিৎসা সহায়তা সামগ্রীর মধ্যে ২টি কামারখন্দ উপজেলা, ২টি বেলকুচি উপজেলা এবং ১টি সিরাজগঞ্জ সদর হাসপাতালের জন্য দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুল হক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিরাজগঞ্জ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ শাহিনুর ইসলাম ও সদ্য যোগদানকৃত জোনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।