আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’র ৫০ বছর পূর্তি ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাকাবের পক্ষ হতে শ্রদ্ধা জ্ঞাপন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কর্ণার, রাকাব

রাকাবে সুবর্ণজয়ন্তী সংক্রান্ত কর্মসূচী

ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত তথ্য:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সরকারি বিশেষায়িত ব্যাংক হিসেবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগ) কৃষকদের উন্নয়নে ঋণ সহায়তা প্রদান করছে। ২০০৯-২০১০ অর্থবছর হতে চলতি ২০২০-২০২১ অর্থবছর পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হতে ক্রমপুঞ্জীভূত মোট ২৮,৯৫,১৩৭ (আটাশ লক্ষ পঁচানব্বই হাজার একশত সাঁইত্রিশ) জন ঋণগ্রহিতাকে সর্বমোট ২৭২৬০.০০ (সাতাশ হাজার দুইশত ষাট কোটি) টাকা ঋণ বিতরণ করা হয়। কৃষকদের এ ব্যাংক হতে সহায়তার কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।

১০/- টাকার কৃষক হিসাব :
বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে এ ব্যাংকের সকল শাখার মাধ্যমে এ যাবৎ ১৩,৪০,৫৫২ (তের লক্ষ চল্লিশ হাজার পাঁচশত বায়ান্ন) টি ১০/- টাকার কৃষক হিসাব খোলা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন:
কোভিড-১৯ সংক্রমণের ক্ষতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় শস্য খাতে ৮৪০.০৩ (আটশত চল্লিশ কোটি) টাকা, কৃষি খাতে চলতি পুঁজি ‍ঋণ ৪১৬.০০ (চারশত ষোল কোটি) টাকা (১০০%) এবং সিএমএসএমই খাতে প্রথম পর্যায়ে ৬০.০০ (ষাট কোটি) টাকা (১০০%) ও দ্বিতীয় পর্যায়ে ৫.৭২ (পাঁচ কোটি বাহাত্তর লক্ষ) টাকা (১১%) ঋণ বিতরণ করা হয়েছে এবং প্রণোদনা খাতে ঋণ বিতরণ চলমান রয়েছে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী/সেবামূলক ভাতা কার্যক্রম :
সকারের নির্দেশক্রমে এ ব্যাংক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৪২,১৬,৭৫৮ (বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার সাতশত আটান্ন) জন বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে এ যাবত ১৮৪৭.৪৯ (এক হাজার আটশত সাতচল্লিশ কোটি উনপঞ্চাশ লক্ষ) টাকা ভাতা প্রদান করেছে।

বৃক্ষরোপণ:
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এ ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী ও প্রতিটি শাখার উত্তম গ্রাহকদের বাড়ির আঙ্গিনায়/ছাদের টবে বা উপযুক্ত স্থানে রোপনের নিমিত্ত ৮০,০০০ (আশি হাজার) টি ফলজ/বনজ/ঔষধি জাতের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনলাইন ব্যাংকিং সেবা চালু:
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এ ব্যাংকে অনলাইন ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। ইতি:মধ্যে সকল শাখায় (৩৮৩টি) অনলাইন ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। এছাড়া এ ব্যাংকে SMS ব্যাংকিং, BACH, BEFTN ও RTGS সেবা চালু রয়েছে।



ফটো গ্যালারী